

একদা মিডিয়া বলতে মানুষ ছাপানো পত্র-পত্রিকাকেই ভাবত। এখন প্রযুক্তির ছোয়ার এর ব্যাপ্তি বেড়েছে। আকাশ সংস্কৃতির সাথে যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে অজানাকে জানতে হুমরি খেয়ে পড়ছে আমাদের নতুন প্রজন্ম। কোন কিছুই এখন আর গোপন থাকছে না। সব তথ্যই ঢেলে দেওয়া হচ্ছে আধুনিক সভ্য সমাজের সম্মুখে। মিডিয়া আজ শক্তিশালী এক মাধ্যমে রুপ নিয়েছে। আবার সমালোচনার পাত্র হয়ে উঠেছে রাতারাতি। গণমাধ্যমের এ ভূমিকার জন্য নিজে একজন মিডিয়া কর্মী হিসাবে নিজের দায় স্বীকার করে নিয়ে বলছি এ জন্য আমাদের সমাজ ব্যবস্থা কম দায়ী নয়।
সমাজের নেতিবাচক প্রভাবের কু-ফল হিসাবে গনমাধ্যমেও তার ছোয়া লেগেছে। এটা শুধু অনলাইন মিডিয়ার মাঝে সীমাবদ্ধ নয়। বরং বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় অনেক দৈনিক পত্রিকা আজ বিতর্কিত হয়ে উঠেছে পাঠকের মাঝে। সমাজের কাছে।
সাংবাদিকতার অঙ্গনে তৈরী হয়েছে নানান বৈরী পরিবেশ। এর মাঝেও রত্নগর্ভা বরিশালের কিছু উদয়মান তরুন নানান বৈরী পরিবেশ মোকাবেলা করে খুলে বসেছেন বিভিন্ন নামের নিউজ পোর্টাল কিংবা অনলাইন পত্রিকা।বিভিন্ন মানুষের ভ্রু-কুচকানো দেখেও তারা মন খারাপ না করে সার্বক্ষনিক এসব নিউজ সাইট গুলোতে খবর আর ছবি আপডেট করতেই ব্যস্ত। এ সব অনলাইন পত্রিকার তরুন সম্পাদকদের মধ্যে রয়েছে সংবাদ ও ছবি প্রচার নিয়ে এক চমৎকার প্রতিযোগীতা। পাঠকের দৃষ্টি আর্কষনের জন্য কে কার আগে বস্তুনিষ্ট সঠিক সংবাদ প্রচার করে পাঠকের লাইক কিংবা ইতিবাচক মন্তব্য পেতে পারেন তার জন্য রাত জাগা পাখির ন্যায় এ সম্পাদকেরা সারা রাত ব্যস্ত থাকেন।বরিশালের অনলাইন পত্রিকা গুলো অবশ্যই বরিশালের খবরকে বেশী গুরুত্ব দিয়ে এখানকার মানুষের ভালবাসা পেয়েছেন ঠিক কিন্ত এরা খবরের সন্ধানে গুগলের পথ ধরে সারা রাত ঘুরে বেড়ান পৃথিবীর নানান প্রান্তে। এমনকি পৃথিবীর বাইরের বাসিন্দা হিসাবে পরিচিত এলিয়েনদের খবর পর্যন্ত মেলে এ সব অলাইন পত্রিকায়।
প্রযুক্তির ছোয়ায় অনলাইনে যে ঝড় বইছে তার মধ্যেই একটি হচ্ছে বরিশাল লাইভ। এই বরিশাল লাইভের লাইভ (প্রান) হিসাবে যাকে আমি চিনি সে আমার অত্যন্ত স্নেহের সাইদ বারী তুর্য্য ( শিবলু)। মেধাবী এ তরুনকে চোখে দেখার আগেই অনেক বার নাম শুনেছি। এটা নিশ্চয়ই কোন গুনী মানুষের গর্বের বিষয়। আবার তুর্য্যর নাম টা শুনেছি বরিশালের সাবেক জেলা প্রশাসক মো: শহিদুল আলমের মুখে। তৎকালীন জেলা প্রশাসক শহিদুল আলম মুগ্ধ হয়েছিলেন তুর্য্য’র প্রযুক্তির দখল আর অভিজ্ঞতা নিয়ে। পরে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের আকাশ ছোয়া জনপ্রিয় ফেসবুকে তুর্য্যর সাথে পরিচয়। পরবর্তীতে ঘনিষ্টতা। অন্যদের মত তুর্য্যর অনলাইন পত্রিকার ভুল গুলো আমার চোখ এড়াতো না। সবার ভূলে ভরা অনলাইনের খবরে কোন প্রতিক্রিয়া না দেখালেও তুর্য্য’র মত যারা খুব কাছের মানুষ তাদের ভুল দেখলে সাথে সাথেই বলার চেষ্টা করেছি। তুর্য্য কে দেখেছি আমার পরামর্শ গ্রহন করে সে তার ভূল গুলো সুধরে নেওয়ার চেষ্টা করেছে। তবুও আমি বলছি না বরিশাল লাইভ নির্ভূল কোন অনলাইন নিউজ পোর্টাল । ভূল-ভ্রান্তি নিয়েই মানুষ্য জীবের পথচলা। বরং যে মাধ্যমের বয়স যত বেশী পরিসংখ্যানে তার ভূল তত বেশী। সেই
পাঠকের মতামত:
[wpdevart_facebook_comment facebook_app_id="322584541559673" curent_url="" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]